Breaking News
Homeকলেজের অর্জন

কলেজের অর্জন

রাজশাহী উপজেলার মধ্যে সর্বপ্রথম এই শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মান কোর্স চালু হয়।সম্মান কোর্স চালুর মাধ্যমে কলেজটির নামকরণে পরিবর্তন আসে। নতুন নামকরণ করা হয় ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ যা পরবর্তীতে ২০১৬ সালে জাতীয়করণের পর হয়েছে ‘ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। ২০১৮ সালে সরকারি হিসেবে গেজেট প্রকাশ হয়েছে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের। কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩২৮৪ জন। বিভিন্ন বিভাগের মোট ৮৫ জন শিক্ষক ও ০৯ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন। কলেজটির সম্মান শ্রেণির ছয়টি বিভাগ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কৃতিত্বের সঙ্গে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে।

Null

© 2024 - Bhawaniganj Government University College Design & Develop by JBD IT  _