Breaking News
Homeকলেজ তথ্য

কলেজ তথ্য

ভবনের দোতলার ২০৮, ২০৯ ও ২১০ নম্বর কক্ষটিতে চলে পাঠদান। আর নিচের তলায় তলায় রয়েছে কলেজের প্রাণ। এই তলার কয়েকটি কক্ষ জুড়ে চলে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মযজ্ঞ। প্রথম কক্ষটি হিসাব শাখা হিসাবে পরিচিত। ভর্তিসহ দাপ্তরিক অনেক কাজ চলে কক্ষটিতে। পাশের কক্ষটি ‘আইসিটি’ কক্ষ হিসাবে পরিচিত। এখানেও চলে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। পাশেই রয়েছে বড় আকৃতির একটি কক্ষ। যেখানে থাকেন কলেজের প্রাণ আলো ছড়ানোর মানুষগুলো। এটি ‘টিচার্স রুম’ হিসাবে পরিচিত। কলেজ চলাকালীন সময়ে কর্মরত শিক্ষকেরা অবস্থান করেন কক্ষটিতে। এর পাশের আরেকটি কক্ষে দাপ্তরিক কার্যক্রম চলা ছাড়াও রয়েছে রসায়ন। বিভাগের গবেষণাগার।

এই ভবনের পাশে ইটের গাঁধুনিতে মাথা উঁচু করে দাঁড়ানো এক তলার একটি ভবন দেখা যাবে। নির্মাণ কাজ অসম্পন্ন থাকা ভবনটির সামনে থাকা আমগাছগুলো সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার পাশাপাশি শীতল করে রেখেছে। কয়েকটি কক্ষ বিশিষ্ট ইংরেজি হরফ ‘এল’ আকৃতির ভবনটি ‘নির্মাণাধীন ভবন’ হিসাবে পরিচিত। এই ভবনের কক্ষগুলোকে শনাক্ত করা হয়েছে এত, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১১৬ ১১৭ ও ১১৮ নম্বর নামকরণ করে। এখানে চলে পাঠদান কার্যক্রম। নির্মাণাধীন ভবনের ১১৮ নম্বর কক্ষের পেছনে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। এটি গ্যারেজ হিসাবে পরিচিত। এর পাশেই রয়েছে

ছাত্রদের আসাবিক হোস্টেল।

এক নজরে কক্ষ

অধ্যক্ষের কক্ষ :- ১ টি

অফিস কক্ষ (অনার্সসহ) ঃ-

ছাত্রী কমন রুম :-

শিক্ষক রুমঃ-

গবেষণাগার :-

বিজ্ঞানাগার : –

গ্রন্থাগার :-

মুক্তিযুদ্ধ কর্ণার :-

শ্রেণিকক্ষ :-

Null

© 2024 - Bhawaniganj Government University College Design & Develop by JBD IT  _