Breaking News
Homeঅবকাঠামো

অবকাঠামো

অবকাঠামোগত তথ্য
কলেজ মোড় থেকে পশ্চিম দিকে পাকা সড়ক বেয়ে প্রায় ৬০০ গজ সামনে গেলেই বামপাশে চোখে পড়বে একটি ফটক। এর উপরে লেখা “ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। এই ফটক দিয়ে ভেতরে গেলেই চোখে পড়বে ছায়া ঘেরা ও ডালপালা ছড়ানো বিশালাকৃতির কয়েকটি আমগাছ। এর পশ্চিম দিকে তাকালেই চোখ আটকাবে পূর্ব দুয়ারি নজর কাড়া উঁচু তিনতলা বিশিষ্ট একটি ভবন। এই ‘ভবনটি ‘অনার্স ভবন’ হিসাবে পরিচিত। একই ছাদের নিচে অনার্সের রয়েছে ছয়টি বিভাগ। প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন বিভাগের দাপ্তরিক কক্ষ। এই ভবনে পাঠদানের পাশাপাশি চলে সম্মান শ্রেণির প্রশাসনিক কার্যক্রম। প্রতিটি তলার কক্ষগুলোকে শনাক্ত করা হয়েছে বিশেষ গাণিতিক নম্বরে। প্রথম তলার পাঠদানের কক্ষটি ১০১ নম্বর হিসাবে পরিচিত। এর বাম পাশে রয়েছে প্রতিষ্ঠানের গ্রন্থাগার। এর একটি অংশে চোখ আটকাবে একজন কৃতীর ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর। রহমানের একাধিক ছবিতে। তাঁর সর্ম্পকে সাজানে রয়েছে বিভিন্ন ধরনের বই-দলিল। এটি ‘বঙ্গবন্ধু কর্নার’ হিসাবে পরিচিত। এর উপরে রয়েছে ২০১ নম্বর বিশালাকৃতির একটি কক্ষ। এভাবে তিনতলার প্রতিটি কক্ষকে গাণিতিক নম্বর ৩০১, ৩০২ ও ৩০৩ দিয়ে চিহ্নিত করা হয়েছে।

এই ভবনের সামনে তাকালেই চোখে পড়বে একটি কবরস্থান। ইট-সিমেন্টের প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে কবরটি। ক্যাম্পাসের ভেতরে এমন কবর দেখে কৌতূহল জাগবে সহজে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে থাকা কবরটি নিশ্চিই কোনো গুণি ব্যক্তির এমন নিশ্চিত জিজ্ঞাসা প্রায় সবার কাছেই। আগ্রহ নিয়ে কাছে গেলে জানা যাবে সেখানে শায়িত গুণি ব্যক্তি সম্পর্কে। এই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এম. এন. এ জনাব শাহ মোহাম্মদ জাফরুল্লাহ এর কবরটি।

কবরের পাশ দিয়ে পাকা রাস্তা ধরে সামনে এগুলেই হাতের বাম পাশে একটি দিঘিতে চোখ আটকাবে আর ডান দিকে রাস্তা ঘেঁষে একটি কক্ষে চোখ পড়বে। এটিই কলেজের অধ্যক্ষ মহোদয়ের কক্ষ। এর পাশেই রয়েছে অফিস কক্ষ। পাশাপাশি রয়েছে ছাত্রীদের কমন রুম। এই ভবনটি ‘প্রশাসনিক ভবন’ হিসেবে পরিচিত। এর উপরে দো-তলায় রয়েছে কয়েকটি কক্ষ। কক্ষগুলোতে পাঠদান ছাড়াও একটি কক্ষে চলে পদার্থ বিজ্ঞান বিভাগের ব্যবহারিক কার্যক্রম।

পূব দুয়ারি দো-তলার একটি ভবন দেখা যাবে কলেজ ক্যাম্পাসের ভেতরে। কলেজের বয়সের ছাপ লক্ষ্য করা যায় ভবনটিতে। ভবনের বারান্দা সর্বদা শিক্ষক-শিক্ষার্থীর আনাগোনা আর পদচারণায় মুখরিত থাকে। এটি ‘ফ্যাসালিটিজ ভবন’ নামে পরিচিত। ভবনের দোতলার ২০৮, ২০৯ ও ২১০ নম্বর কক্ষটিতে চলে পাঠদান। আর নিচের তলায় তলায় রয়েছে কলেজের প্রাণ। এই তলার কয়েকটি কক্ষ জুড়ে চলে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মযজ্ঞ। প্রথম কক্ষটি হিসাব শাখা হিসাবে পরিচিত। ভর্তিসহ দাপ্তরিক অনেক কাজ চলে কক্ষটিতে। পাশের কক্ষটি ‘আইসিটি’ কক্ষ হিসাবে পরিচিত। এখানেও চলে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। পাশেই রয়েছে বড় আকৃতির একটি কক্ষ। যেখানে থাকেন কলেজের প্রাণ আলো ছড়ানোর মানুষগুলো। এটি ‘টিচার্স রুম’ হিসাবে পরিচিত। কলেজ চলাকালীন সময়ে কর্মরত শিক্ষকেরা অবস্থান করেন কক্ষটিতে। এর পাশের আরেকটি কক্ষে দাপ্তরিক কার্যক্রম চলা ছাড়াও রয়েছে রসায়ন। বিভাগের গবেষণাগার।

এই ভবনের পাশে ইটের গাঁধুনিতে মাথা উঁচু করে দাঁড়ানো এক তলার একটি ভবন দেখা যাবে। নির্মাণ কাজ অসম্পন্ন থাকা ভবনটির সামনে থাকা আমগাছগুলো সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার পাশাপাশি শীতল করে রেখেছে। কয়েকটি কক্ষ বিশিষ্ট ইংরেজি হরফ ‘এল’ আকৃতির ভবনটি ‘নির্মাণাধীন ভবন’ হিসাবে পরিচিত। এই ভবনের কক্ষগুলোকে শনাক্ত করা হয়েছে এত, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১১৬ ১১৭ ও ১১৮ নম্বর নামকরণ করে। এখানে চলে পাঠদান কার্যক্রম। নির্মাণাধীন ভবনের ১১৮ নম্বর কক্ষের পেছনে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। এটি গ্যারেজ হিসাবে পরিচিত। এর  পাশেই রয়েছে ছাত্রদের আসাবিক হোস্টেল।

এক নজরে কক্ষ

অধ্যক্ষের কক্ষ :- ১ টি

অফিস কক্ষ (অনার্সসহ) ঃ-

ছাত্রী কমন রুম :-

শিক্ষক রুমঃ-

গবেষণাগার :-

বিজ্ঞানাগার : –

গ্রন্থাগার :-

মুক্তিযুদ্ধ কর্ণার :-

শ্রেণিকক্ষ :-

Null

© 2024 - Bhawaniganj Government University College Design & Develop by JBD IT  _